শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শ্রীমঙ্গলে বিজিবি-পরিবহন শ্রমিক সংঘর্ষ, আহত ৪

প্রতিদিন ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। গতকাল বিকালে শহরের ভানুগাছ রোডের মাইক্রোস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চারজন আহত হয়েছেন। তারা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।  সংঘর্ষের সময় বেশকিছু গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা গেছে। খবর : বাংলানিউজ। স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে উপজেলার পানসী রেস্টুরেন্টে খাবার খেতে যান বিজিবির এক কর্মকর্তা। এ সময় গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জের ধরে স্থানীয় এক পরিবহন শ্রমিকের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এ খবর বিজিবি-৯ সেক্টরের সদর দপ্তরে পৌঁছলে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটে বলে দাবি করেন স্থানীয়রা। ঘটনার প্রতিবাদে শ্রমিক ও ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন ও শহরের চৌমুহনা চত্বরে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। শ্রীমঙ্গল থানার ওসি জানান, পরিবহন শ্রমিকের সঙ্গে বিজিবি কর্মকর্তার বাগবিতণ্ডার জের ধরে ঘটনার সূত্রপাত হয়। ইউএনও জানান, গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে। বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

সর্বশেষ খবর