রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চাঁপাইনবাবগঞ্জে মোড়ে মোড়ে ‘রোমিও’ অসহায় মেয়েরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শহরের মোড়ে মোড়ে রোমিও নামধারী বখাটেদের উৎপাতে অসহায় হয়ে পড়েছেন মেয়েরা। এ নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। স্কুল-কলেজ আর কোচিংয়ের সময় বখাটেদের তত্পরতা আরও বেড়ে যাওয়ায় শহরের কয়েকটি স্থানে ভয়াবহ যানজটেরও সৃষ্টি হচ্ছে। বার বার সদর মডেল থানা পুলিশকে জানিয়েও আশানুরূপ ফল পাওয়া যায়নি। অভিভাবক মহল এখন বিষয়টি নিয়ে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন। জানা যায়, নবাবগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি কলেজ ও নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ক্লাস শুরুর আগে ও ছুটির পরপর ওই সব এলাকায় অবস্থান নেয় বখাটেরা। এমনকি মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়েও তারা চালিয়ে যাচ্ছে বেলেল্লাপনা। তাদের দ্বারা প্রায়ই নাজেহাল হচ্ছেন ছাত্রীরা। অভিভাবকরাও ভয়ে বখাটেদের কার্যকলাপের প্রতিবাদ করতে পারছেন না। কিছুদিন আগে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক বখাটেদের সাবধান করলে রাতের আঁধারে তাকে কুপিয়ে জখম করা হয়। ওই ঘটনায় থানায় মামলা হলেও বখাটেরা ধরা না পড়ায় প্রাণভয়ে ভুক্তভোগী শিক্ষক বদলি হয়ে অন্যত্র চলে যান। গতকাল শনিবার ছিল নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ভোজ। এ দিন সকাল থেকে বখাটেরা মোড়ে মোড়ে অবস্থান নিয়ে, এক মোটরসাইকেলে ৩-৪ জন উঠে এবং কেউ বা প্রাইভেট কারে একই রাস্তায় একাধিবার ঘুরতে থাকে। এতে সকাল ১০টার পর থেকে প্রেসক্লাব এলাকায় সৃষ্টি হয় অসহনীয় যানজট। বিষয়টি সদর মডেল থানার ওসি মাজহরুল ইসলামকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে আসছেন বলে জানান। তবে আদৌ ওই এলাকায় তিনি গিয়েছিলেন কিনা তা কারো নজরে পড়েনি। ধরা পড়েনি কোনো বখাটে। উল্লেখ্য, কয়েকজন স্থানীয় যুবক গত বছর প্রেসক্লাব মোড়ে অবস্থান নিয়ে বখাটেদের অপতত্পরতা প্রতিহত করা শুরু করলে শহরে তাদের দৌরাত্ম্য কিছুটা কমে। কিন্তু বর্তমানে তারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বখাটেদের তালিকায় নবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের কয়েক কর্মচারীও রয়েছেন।

সর্বশেষ খবর