রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাটুরিয়া-দৌলতদিয়ায় অচলাবস্থা

৪ কোটি টাকার ফগলাইট অকার্যকর

মানিকগঞ্জ প্রতিনিধি

ফগলাইটের (কুয়াশার মধ্যে দেখা যায় এমন বাতি) কার্যকারিতা না থাকায় ঘন কুয়াশায় দুই সপ্তাহ ধরে  পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের ফেরি চলাচল অচলাবস্থার সৃষ্টি হয়েছে। দফায় দফায় বন্ধ রাখতে হচ্ছে ফেরি। মাঝ নদীতে আটকা পড়ছে যাত্রী ও পরিবহন বোঝাই ফেরিগুলো। প্রতিদিন উভয়ঘাটে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। জানা যায়, ঘন কুয়াশায় এই নৌ-রুটে ফেরি সার্ভিস চালু রাখতে চার কোটি টাকা ব্যয়ে গত শীত মৌসুমের আগে ছয়টি ফেরিতে ফগলাইট সংযোজন করে বিআইডব্লিউটিসি। কিন্তু ওই লাইটগুলোর কোনোটির নেই কার্যকারিতা। শীত মৌসুমে ফেরি সার্ভিস সচল রেখে যাত্রী দুর্ভোগ লাঘবে ফগলাইটের নামে বিআইডব্লিউটিসির কোটি কোটি টাকা ব্যয় হলেও কাজ কিছুই হয়নি। সবশেষ রবিবার দিবাগত রাত দেড়টা থেকে গতকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ নৌ-রুটে ফেরি বন্ধ ছিল। এ সময় কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয় যাত্রী ও পরিবহন বোঝাই সাতটি ফেরি। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক হারুনুর রশিদ প্রথমে ফগলাইট সম্পর্কে  কিছু বলতে রাজি হননি। পরে তিনি বলেন ঘন কুয়াশায় এই ফগলাইটগুলো কার্যকর নয়।

সর্বশেষ খবর