রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কাওড়াকান্দি-শিমুলিয়ায় আটকা শত শত যান

মাদারীপুর ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে শুক্রবার দিবাগত গভীর রাত থেকে ৯ ঘণ্টা ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে যাওয়ার পর গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ফের চলাচল শুরু হয়েছে। দীর্ঘ এ সময় উভয় ঘাটে আটকা পড়ে তিন শতাধিক যানবাহন। প্রচণ্ড শীতে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা রাত থেকেই কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে।  রাত ২টার দিকে তীব্র কুয়াশায় সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পস্ট হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় নৌরুটের সব ফেরি উভয়ঘাটে নোঙ্গর করে রাখা হয়।

সর্বশেষ খবর