সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শিক্ষা প্রতিষ্ঠানে তালা রাস্তা অবরোধ

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর বেলাব উপজেলার পোড়াদিয়া কারিগরি মহাবিদ্যালয়ে কয়েক ঘণ্টা তালা এবং রাস্তা অবরোধ করে রাখে কলেজের ২৬৬ জন কৃষি ডিপ্লোমা পরীক্ষার্থী। পরীক্ষার কেন্দ্র বদল ও প্রবেশপত্র না পাওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে তারা এ কাণ্ড ঘটায়। রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অবস্থা চলে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে কলেজ খুলে দেয়।

পরীক্ষার্থী তানভীর ও সব্বির মোহাম্মদ সাংবাদিকদের জানান— ৯ জানুয়ারি সোমবার (আজ) পরীক্ষা। এখন পর্যন্ত আমরা প্রবেশপত্র পাইনি। এছাড়া বিনা নোটিসে কেন্দ্র বদল করা হয়েছে। পরীক্ষকরাও সংশ্লিষ্ট বিষয়ের নন। তাছাড়া এ শিক্ষা প্রতিষ্ঠানে দুজন প্রিন্সিপাল ও দুটি পরিচালনা কমিটি রয়েছে। তারা সবাই নিজেদের বৈধ বলে দাবি করেন। আমাদের ফরম ফিলাপ করেছেন মাসুম প্রিন্সিপাল স্যারের নেতৃত্বাধীন শিক্ষকরা। পরীক্ষা নেওয়ার দায়িত্ব পেয়েছেন প্রিন্সিপাল মুমিনুল হকের নেতৃত্বাধীন শিক্ষকরা। আবার তারা প্রবেশপত্রের জন্য অতিরিক্ত ৫০০ টাকা ফি দাবি করছেন। এসব কারণে প্রতিষ্ঠানে চরম অব্যবস্থাপনা বিরাজ করছে।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রবেশপত্র এসে গেছে। পরিবেশ শান্ত হবে।

সর্বশেষ খবর