শিরোনাম
সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঠাকুরগাঁওয়ে আলুর কেজি পাঁচ টাকা

ঠাকুরগাঁও প্রতিনিধি

লাভের আশায় আগাম জাতের আলু চাষ করেও লোকসান গুনতে হচ্ছে ঠাকুরগাঁয়ের আলু চাষিদের। মৌসুমের শুরুতে কিছুটা দাম থাকলেও এখন প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৪-৫ টাকা কেজি দরে।

কৃষি বিভাগ জানায়, চলতি বছর জেলায় ২১ হাজার ৮০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় এবং ২৩ হাজার ৪১৫ হেক্টর জমিতে আলুর চাষ হয়। সদর উপজেলার নারগুন, বেগুনবাড়ি, কহরপাড়া ও বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি, মধুপুরসহ ৫/৭টি গ্রামে আগাম জাতের আলু চাষ করা হয়। আলুর আবাদও হয়েছে ভাল। মওসুমের শুরুতে বাজারে প্রতিকেজি আলু ৩০-৩২ টাকা দরে বিক্রি হয়। ক্রমান্বয়ে আলুর দাম কমতে কমতে ১৫-২০ টাকায় পৌঁছায়। এদিকে গত এক সপ্তাহ থেকে সে দাম আরও কমে গিয়ে ৪-৫ টাকায় এসে পৌঁছেছে।

জেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা জাহেরুল ইসলাম জানান, বর্তমানে বাজারে দাম না থাকায় কৃষকরা তাদের উৎপাদন খরচও তুলতে পারছেন না। এভাবে চলতে থাকলে আলু চাষের উৎসাহ কমে যাবে।

সর্বশেষ খবর