মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
বিএসএফের নির্যাতনে মৃত্যু

বিজিবির প্রতিবাদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ভারতীয় বিএসএফের নির্যাতনে বাংলাদেশি গরু ব্যবসায়ী বকুল মণ্ডল নিহতের ঘটনায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। গতকাল জীবননগর উপজেলার চ্যাংখালী সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এ বৈঠক হয়। বৈঠকে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বিজিবি এবং তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও জানানো হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, গত শনিবার বিএসএফের নির্যাতনে বকুল মণ্ডল নিহত হন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ওইদিনই বিএসএফকে পত্র দেয় বিজিবি। এর ফলে ভারতীয় ১১৩ বিএসএফ ব্যাটালিয়ন পতাকা বৈঠকের আয়োজন করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর