মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বন্ধ হচ্ছে না বংশীর বালু লুট ভাঙছে ফসলি জমি প্রতিষ্ঠান

ধামরাই প্রতিনিধি

বন্ধ হচ্ছে না বংশীর বালু লুট ভাঙছে ফসলি জমি প্রতিষ্ঠান

ধামরাইয়ে বংশী নদীতে অবৈধভাবে ভেকু দিয়ে চলছে বালু লুট —বাংলাদেশ প্রতিদিন

ঢাকার ধামরাইয়ে বংশী নদী থেকে অবৈধভাবে ড্রেজার ও যন্ত্রদানব ভেকু মেশিন দিয়ে লুট করা হচ্ছে বালু। ইজারা ছাড়াই প্রভাবশালীরা বালু লুট করছেন বলে জানা গেছে। এতে সরকার হারাচ্ছে রাজস্ব। ভাঙনের মুখে পড়েছে ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, পাকাবাড়ি। সরজমিনে দেখা গেছে, ধামরাইয়ের বাসনা, নান্দেশ্বরী, ভাকুলিয়া, আমতা, বাস্তা বনেরচর, কুশুরা, পানকাত্তা এলাকায় অবৈধভাবে বংশী নদীতে ড্রেজার ও ভেকু মেশিন বসিয়ে বালু লুট করা হচ্ছে। এতে নান্দেশ্বরীতে পাকাবাড়ি ও বাসনায় ফসলি জমি, কাচা ঘরবাড়ি ও কবরস্থান ভাঙনের মুখে পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে বাসনা এলাকার একজন জানান, প্রভাবশালী নেতাদের নির্দেশেই বালু উত্তোলন করা হচ্ছে। ধামরাইয়ের ভারপ্রাপ্ত ইউএনও তাসলিমা মোস্তারী জানান, বংশী নদী থেকে বালু লুটের বিষয়টি শুনেছি। ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ খবর