মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভারতের সহযোগিতা পেলে সীমান্ত হত্যা শূন্যে নামবে

--------- বিজিবি মহাপরিচালক

লালমনিরহাট প্রতিনিধি

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, ভারতের সহযোগিতা পেলে সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নেমে আসবে। আমি দায়িত্ব নেওয়ার পর নিয়মিত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এটা অব্যাহত থাকবে। সীমান্তের অবস্থা এখন আগের তুলনায় বেশ ভালো। গতকাল লালমনিরহাটের তিন বিঘা করিডর পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে তিনি তিন বিঘা করিডরের পাশে অবস্থিত পানবাড়ী বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন।

সর্বশেষ খবর