বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দুই পুলিশ কর্মকর্তার দুই ধরনের প্রতিবেদন

উল্লাপাড়ায় গ্রামছাড়া ৪৫ পরিবার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সৈয়দ বাহিনীর হুমকিতে প্রায় ১২ মাস ধরে গ্রামছাড়া উল্লাপাড়ার খাদুলী গ্রামের ৪৫টি আওয়ামী লীগ পরিবারের মানবেতর জীবনযাপন নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুই পুলিশ কর্মকর্তা সরেজমিন তদন্ত করেছেন। তদন্ত শেষে দুই কর্মকর্তা পরস্পরবিরোধী তথ্য প্রতিবেদনে উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। একই ঘটনায় পরস্পরবিরোধী প্রতিবেদন হওয়ায় ৪৫টি ভুক্তভোগী পরিবারসহ সুধী মহলে পুলিশ বাহিনীর নিরপেক্ষতা নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলেছেন। শাহজাদপুর সার্কেল এএসপি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রতিবেদন দিলেও অভিযোগ রয়েছে উল্লাপাড়া থানার ওসি সৈয়দ আলীর কাছ থেকে অর্থ নিয়ে তাদের পক্ষে প্রতিবেদন দিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী নান্নু মিয়া ও জাহাঙ্গীর আলম জানান, সার্কেল এএসপি আবুল হাসনাত নিরপেক্ষভাবে তদন্তপূর্বক রিপোর্ট জমা দিলেও উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ অর্থের বিনিময়ে পক্ষাবলম্বন করে প্রতিবেদন দাখিল করে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ জানান, তদন্ত প্রতিবেদনগুলো পুলিশের অভ্যন্তরীণ বিষয়। যে কারণে এ বিষয়ে মন্তব্য করা যাবে না। তবে যেহেতু জমিজমা নিয়ে বিরোধ। সেক্ষেত্রে পুলিশ নয় সিভিল প্রশাসন এটি নিরসন করতে পারবেন।

সর্বশেষ খবর