বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাবনার ডিসির ক্ষমা প্রার্থনা

পাবনা প্রতিনিধি

মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করার দায়ে পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও মুচলেকা দিয়েছেন। গতকাল হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আতীশ রঞ্জন দাসের দ্বৈত বেঞ্চ তার আবেদন মঞ্জুর করেন এবং আদেশ দ্রুত বাস্তবায়ন করে আদালতকে লিখিতভাবে জানানোর নির্দেশ প্রদান করেন। মামলার আইনজীবী মেসবাহুল ইসলাম আসিফ জানান, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মশুরিয়া গ্রামের আবদুর রহিম গং বাদী হয়ে মশুরিয়া মৌজার ১.২৭ একর সম্পত্তির দখল ফিরে পাওয়ার জন্য মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। বিজ্ঞ আদালত গত ২৭/১১/২০১৪ তারিখে রিট পিটিশনের অনুকূলে ওই সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়ার জন্য পাবনা জেলা প্রশাসককে নির্দেশ দেন। আদালতের আদেশ দীর্ঘদিনেও বাস্তবায়ন না করায় বাদী আবদুর রহিম গং আদালত অবমাননার অভিযোগ এনে অপর একটি পিটিশন দায়ের করেন।  আদালত অবমাননার দায়ে রুল ইস্যু করে ওই সম্পত্তির দখল হস্তান্তরের ব্যাপারে পর পর দুবার পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালোকে নির্দেশনা প্রদান করেন। আদালতের ওই নির্দেশ বাস্তবায়ন না করায় হাইকোর্ট বিভাগ রেখা রানী বালোকে গতাকাল আদালতে তলব করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. মেজবাহুল ইসলাম আসিফ ও অ্যাড. সৈয়দ মামুন মাহ্বুব এবং বিবাদী পক্ষে ছিলেন অ্যাড. সুব্রত চৌধুরী।

সর্বশেষ খবর