বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সাঁওতাল দ্বিজেন টুডুর জামিন

গাইবান্ধা প্রতিনিধি

গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দ্বিজেন টুডুর জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (গোবিন্দগঞ্জ) বিচারক এস এম তাসকিনুল হক তার জামিন মঞ্জুর করেন। দ্বিজেন টুডুর আইনজীবী আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৬ নভেম্বর সাঁওতালদের উচ্ছেদের সময় পুলিশের ছররা গুলিতে আহত সাঁওতাল দ্বিজেন টুডু ইতিমধ্যেই বাম চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। পুলিশি কাজে বাধা  দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় সে সময় পুলিশ দ্বিজেন টুডুকে গ্রেফতার করে। এরপর পুলিশি হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা হয়। পরে ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা শেষে গত ৯ জানুয়ারি দুপুরে তাকে গোবিন্দগঞ্জ পাঠানো হয়। গতকাল তাকে আদালতে নেওয়া হয়।

সর্বশেষ খবর