বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জাবি ছাত্রলীগে দুই গ্রুপে সংঘর্ষ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের হল কর্মীদের মধ্যে সংঘর্ষে মওলানা ভাসানী হলের এক কর্মী গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় মওলানা ভাসানী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৯টায় জাবির মুক্তমঞ্চে কনসার্ট চলার সময় দর্শক সারিতে বসাকে কেন্দ্র করে হল দুটির কতিপয় ছাত্রলীগ কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে মুক্তমঞ্চের পার্শ্ববর্তী স্থানে উভয় পক্ষের মধ্যে দুই দফায় মারধর ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে সমঝোতার জন্য মওলানা ভাসানী হলের ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হন। এরপর রাত ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রায় ৩০-৪০ জন ছাত্রলীগ কর্মী লোহার পাইপ, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে ভাসানী হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর অতর্কিতে হামলা চালান। হামলায় মওলানা ভাসানী হলের ছাত্রলীগ কর্মী জহিরুল ইসলাম আহত হন।

সর্বশেষ খবর