বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ডায়াবেটিক হাসপাতালে পানি সংকট, দুর্ভোগ

ফরিদপুর

ফরিদপুর প্রতিনিধি

শহরের ঝিলটুলী মহল্লায় অবস্থিত ৪০০ শয্যাবিশিষ্ট ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে গত চারদিন ধরে পানির সংকট বিরাজ করছে। ফলে ওই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী, রোগীর স্বজনসহ কর্মকর্তা ও কর্মচারীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। সত্যতা নিশ্চিত করে ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে পৌরসভা থেকে পর্যাপ্ত পানি সরবরাহ না করায় গত শনিবার থেকে পানি নেই হাসপাতালে। তবে সংকট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। ওই হাসপাতালে ডায়াবেটিসের পরীক্ষা করতে আসা এক রোগী অভিযোগ করে জানান, আমি সোমবার সকালে ১১৯ নম্বর কক্ষে রক্ত পরীক্ষা করার জন্য যাই। গিয়ে দেখি কক্ষে পানি নেই। শৌচাগারে গিয়েও ব্যবহার করতে পারিনি। প্রতিটি শৌচাগারই নোংরা আবর্জনায় পরিপূর্ণ হয়ে রয়েছে। হাসপাতালের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর স্বজন জানান, গত শনিবার থেকে দিনের বেশিরভাগ সময় পানি সরবরাহ না করায় আমাদের চরম মানবিক দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। অসুস্থ রোগী নিয়ে চলেও যেতে পারছি না। ২০০০ সালে ২৫টি শয্যা নিয়ে ফরিদপুর ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে যাত্রা শুরু করে এ হাসপাতালটি। বর্তমানে হাসপাতালটির শয্যা সংখ্যা বেড়ে ৪০০তে উন্নীত হয়েছে। সমিতির উদ্যোগে ওই একই ভবনে ডায়াবেটিক মেডিকেল কলেজ নামে একটি কলেজও স্থাপন করা হয়েছে। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মজিবুর রহমান বলেন, পৌরসভা থেকে ঠিকমতো পানি সরবরাহ না পাওয়ায় এর আগে পৌরসভার পানি সরবরাহ কেন্দ্র থেকে সরাসরি পাইপ বসিয়ে হাসপাতালের পানির সমস্যার সমাধান করেছিলাম। এখন তাতেও কাজ হচ্ছে না। সমস্যার স্থায়ী সমাধানের জন্য হাসপাতালের উদ্যোগেই পানি সরবরাহের প্লান্ট স্থাপন করতে হবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি। ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী বলেন, পানি শোধনে ব্যবহৃত পাথর  পরিবর্তনের কাজ চলছে। ফলে পানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। তিনি বলেন, ডায়াবেটিক হাসপাতালের পানির চাহিদা বেশি। পানি সরবরাহ কেন্দ্র থেকে সরাসরি সংযোগে আড়াই ঘণ্টা সময় ধরে ওই হাসপাতালে পানি দিয়ে সংকট নিরসনের জন্য কাজ চলছে।

সর্বশেষ খবর