বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

প্রতিদিন ডেস্ক

মাদারীপুর, কুমিল্লা, গাজীপুর, চট্টগ্রাম ও বরিশালে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—মাদারীপুর : সদর উপজেলার মস্তফাপুর এলাকায় বাসের ধাক্কায় জগন্নাথ দাস নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগন্নাথ শরীয়তপুরের পালং উপজেলার ধীরেন দাসের ছেলে। কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার দৌলতপুর এলাকায় ইজতেমাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। এতে আরও ১৫ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ৬০বছর। গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় মঙ্গলবার দিবাগত মধ্য রাতে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান অপর একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে চালক ইমরান খান নিহত ও হেলপার সানোয়ার হোসেন আহত হন। নিহত ইমরান মাগুরা জেলা সদরের দবির খানের ছেলে। চট্টগ্রাম : নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহতের (৪৫) পরিচয় জানা যায়নি। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল : উজিরপুর ও আগৈলঝাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন নিহত মাওলানা আবদুল ওহাব ও কৃষক ইন্দ্রজিৎ হালদার। ওহাবের বাড়ি পটুয়াখালী জেলা সদরের কালিকাপুর এলাকায়। ইন্দ্রজিৎ গৌরনদী উপজেলার সোমাইরপাড় গ্রামের মহানন্দ হালদারের ছেলে।

সর্বশেষ খবর