বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নদীর প্রবাহ বন্ধ করে পাথর উত্তোলন

পঞ্চগড় প্রতিনিধি

নদীর প্রবাহ বন্ধ করে পাথর উত্তোলন

প্রবাহ বন্ধ করে পাথর উত্তোলনের ফলে মরে গেছে চিলকা নদী —বাংলাদেশ প্রতিদিন

পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় নদীর স্বাভাবিক গতি প্রবাহকে বন্ধ করে চলছে পাথর উত্তোলন। কোথাও নদী ভরাট করে পাথর তুলছেন অসাধু ব্যবসায়ীরা। এতে নদী মরে গিয়ে মানচিত্র থেকে চিরকালের জন্য হারিয়ে যাচ্ছে। ভয়াবহ এই ঘটনাটি ঘটছে সদর উপজেলা ও তেঁতুলিয়া উপজেলার কয়েকটি নদীকে ঘিরে। জেলার চিলকা, ভেরসা, চাওয়াই, করতোয়া এবং ডাহুকসহ বেশ কয়েকটি নদীর গতি প্রবাহকে আটকে দিয়ে এবং নদীর বুকে বালি ফেলে চলছে পাথর উত্তোলনের মহোৎসব। অনেকে নদী দখল করে পাথর উত্তোলন করছেন। জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল তার ফেসবুক পেইজে বাংলাদেশ প্রতিদিনের অনলাইনে প্রকাশিত সংবাদটি পড়ে একটি কমেন্টে জানিয়েছেন, এ ব্যাপারে কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকটি পাথরের সাইট বন্ধ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর