বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বড়পুকুরিয়ায় শ্রমিক ধর্মঘট স্থগিত

দিনাজপুর প্রতিনিধি

চাকরি স্থায়ীকরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছেন বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকরা। স্থগিতের পরই মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে খনি ভূগর্ভের ১ হাজার ৪০০ ফুট নিচে অবস্থানকারী কর্মবিরতিতে থাকা ২৮৫ শ্রমিককে উপরে নিয়ে আসা হয়। এর আগে এক বৈঠকে চাকরি স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে বলে জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) মো. আমিনুজ্জামানসহ খনি কর্তৃপক্ষ তাদের আশ্বাস দেওয়ায় কর্মবিরতি স্থগিত করা হয়।

বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, বুধবার খনি কর্তৃপক্ষ নিজ খরচে শ্রমিক নেতৃবৃন্দসহ ৫০ শ্রমিককে ঢাকা নিয়ে যাবেন। সেখানে চাকরি স্থায়ীকরণের বিষয়টি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হবে।

সর্বশেষ খবর