শিরোনাম
শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

লালমনিরহাটে শীতে রোগবালাই বাড়ছে

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত দুই দিন ধরে শীতের তীব্রতায় হাসপাতালগুলোতে ডায়রিয়া ও শীতজনিত  রোগীর সংখ্যা বেড়ে চলেছে। গতকাল বিকাল ৪টা পর্যন্ত সদর হাসপাতালের নিউমোনিয়া ও  ডায়রিয়া ওয়ার্ডে ৩৪ জন ভর্তি ছিল বলে হাসপাতাল সূত্রে জানা  গেছে। এদের মধ্যে ২৯ জন শিশু।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আজমল হক জানান, ঠাণ্ডার কারণে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়লেও তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। তবে চিকিৎসক সংকটের কারণে রোগীদের চিকিৎসা দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এদিকে, তীব্র শীতে গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষজন।

সর্বশেষ খবর