শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ড. আযাদ বিএআরআইর মহাপরিচালক

গাজীপুর প্রতিনিধি

ড. আযাদ বিএআরআইর মহাপরিচালক

ড. আবুল কালাম আযাদ

ড. আবুল কালাম আযাদ বুধবার দেশের সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে যোগদান করেছেন। এ পদে যোগদানের আগে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান (চলতি দায়িত্ব) এবং সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ড. আযাদ ১৯৮১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে B.Sc. Ag (Hons) ডিগ্রি, ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে M.Sc. Ag (Hort.) এবং যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৯ সালে Ph.D. ডিগ্রি লাভ করেন। দেশি-বিদেশি জার্নালে উদ্যানতত্ত্ববিদ ড. আযাদের অর্ধশতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

ড. আযাদ ১৯৬১ সালে গাজীপুর জেলার পোড়াবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন।

সর্বশেষ খবর