শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
হরিণাকুণ্ডু শিক্ষা অফিস

টাকা ছাড়া কাজ হয় না!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে টাকা ছাড়া কাজ হয় না। টাকা না পেলে জেলা শিক্ষা অফিসের বরাত দিয়ে রাজনৈতিক সুপারিশসহ নানা তালবাহানা করা হয়। ভুক্তভোগীরা অনিয়মের বিষয়গুলো তদন্তপূর্বক শিক্ষা অধিদফতরের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এসএম নূর এ এলাহী অনিয়ম-দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ— হরিণাকণ্ডু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) স্লিপের টাকা থেকে কমিশন, স্কুল সংস্কারের টাকা থেকে কমিশন, শিক্ষকদের ট্রেনিং দিতে ঘুষসহ এমন কোনো খাত নেই যে তিনি দুর্নীতি করেন না। বর্তমানে পুল শিক্ষকদের যোগদানের জন্য তিনি ১৫ থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। সদ্য পিইসি পাস করা শিক্ষার্থীদের নম্বরপত্র প্রতি ৫ টাকা ও বিনামূল্যে বই বিতরণে স্কুলপ্রতি ৪০ টাকা হারে রেট ফেলে ঘুষ আদায় করা হয়েছে। বর্তমানে শিক্ষকদের বদলি করতে তিনি স্থান ভেদে ২০ হাজার থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। বর্তমান কর্মস্থলে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে দিনের পর দিন অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে।

জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান জানান, হরিণাকুণ্ডু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূর এ এলাহীর ঘুষ দুর্নীতির ব্যাপারে আমার জানা নেই। নম্বরপত্র ও বই বিতরণে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো বিধান নেই। যদি কেউ টাকা নিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর