শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিভিন্ন স্থানে বিজ্ঞান অলিম্পিয়াড

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৭ প্রতিযোগিতা গতকাল দেশের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা আগামী ১৩ ফেব্রুয়ারি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

টাঙ্গাইল : টাঙ্গাইলের করটিয়া সরকারি সাদত কলেজ কেন্দ্রে অলিম্পিয়াডের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম। বক্তৃতা করেন— মোস্তাফিজুর রহমান, ড. আসাদু্জ্জামান, সহযোগী অধ্যাপক ড. এস এম আফজল হোসেন। কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অলিম্পিয়াড উৎসবে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আশরাফ। ড. এ কে এম রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— প্রফেসর কুন্ডু গোপীদাস, প্রফেসর আবুল হাশেম, মজিবুর রহমান মজুমদার, আবদুল মাজেদ পাটোয়ারী প্রমুখ। দিনাজপুর : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হবিপ্রবি) অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন। বক্তব্য রাখেন— প্রফেসর ড. বলরাম রায়, প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, প্রফেসর ড. মো. নাজিমউদ্দিন, প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, সহযোগী অধ্যাপক নোমান ফারুক, সহকারী অধ্যাপক মো. আতিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর