শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় হালিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার লোকনাথ দিঘিরপাড়ের সেবা ক্লিনিকে ভাঙচুর চালান রোগীর স্বজনরা। মৃত হালিমা জেলার কসবা উপজেলার রাজবল্লভপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। তবে ক্লিনিক কর্তৃপক্ষ ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সন্তানসম্ভবা হালিমা পেটে ব্যথা নিয়ে বুধবার সন্ধ্যায় সেবা ক্লিনিকে ভর্তি হন। রাতে তার অস্ত্রোপচার করেন ক্লিনিকের চিকিৎসক খালেদা আক্তার। এ সময় হালিমা জমজ দুই সন্তানের জন্ম দেন। এর মধ্যে এক সন্তানের পা ভেঙে যায়। বৃহস্পতিবার সকালে হালিমার অবস্থা সংকটাপন্ন হলে তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকার শমরিতা হাসপাতালে হালিমার মৃত্যু হয়।  রাতে হালিমার স্বজনরা লোকজন নিয়ে এসে ক্লিনিকে ভাঙচুর চালায়।

সর্বশেষ খবর