শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শেখ হাসিনা শিক্ষার মান উন্নতি করেছেন

—এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, বইয়ের জন্য শিক্ষার্থীদের আর জুন পর্যন্ত অপেক্ষা করতে হয় না। লাইব্রেরিতে ঘুরতে ঘুরতে আর বাবা-মাকে পায়ের জুতা ক্ষয় করতে হয় না। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বিনামূল্যে বই হাতে পায়। চলতি বছরেও ৩৬ কোটি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শেখ হাসিনার সরকার দেশের শিক্ষার মান উন্নত করেছে। গতকাল জেলার সখিপুর রাড়িকান্দি উচ্চ বিদ্যালয়ে মেধাবী-গরিব শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে ১০ লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়। মুনসুর সরদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মুসা মিয়া, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সোহেল আহমেদ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান সিকদার, হুমায়ুন কবির মোল্লা, মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন পাইক, মুন্সি এনায়েতুল্লাহ, আনোয়ার বালা, চেয়ারম্যানদের মধ্যে আবুল হাসেম দেওয়ান, কামরুজ্জামান মানিক, মাস্টার জসিম উদ্দিন মাতব্বর, শামসুদ্দোহা রতন, জিতু বেপারী, প্রধান শিক্ষিকা ও জেলা পরিষদের সদস্য কোহিনূর সুলতানা দোলা, ইউনুস সরকার, লিটন হাওলাদার প্রমুখ।

সর্বশেষ খবর