শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

লক্ষ্মীপুরে বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বিরল প্রজাতির মেছো বাঘ উদ্ধার

লক্ষ্মীপুরে উদ্ধার মেছো বাঘ দেখতে ভিড়

লক্ষ্মীপুরে সদর উপজেলার টুমচর গ্রামবাসী বিরল প্রজাতির একটি মেছো বাঘ উদ্ধার করেছে। বাঘটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় চার ফুট। সারা গায়ে কালো-হলুদ ডোরাকাটা দাগ। মুখমণ্ডল অনেকটা বিড়ালের মতো, গায়ের রং ধূসর।

স্থানায়রা জানান, সদর উপজেলার টুমচর গ্রামের মনির হোসেন গত সোমবার বাগানে গাছ কাটতে গিয়ে মেছোবাঘটি আটক করেন। আটকের পর বাঘটি একনজর দেখতে তার বাড়িতে ভিড় জমায় এলাকাবাসী। পরে গতকাল দুপুরে গণমাধ্যম কর্মীদের ডেকে প্রাণীটিকে সংরক্ষণের দাবি জানান তিনি। সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোস্তফা আশরাফ জানান, খাবারের খোঁজে কিংবা দলচ্যুত হয়ে অথবা আঘাতপ্রাপ্ত হয়ে এ ধরনের প্রাণী লোকালয়ে ঢুকতে পারে।

সর্বশেষ খবর