শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজদের দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে আবাসিক গ্যাস লাইন বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। শুক্রবার রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ঘটে এ ঘটনা।

স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমান জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের দালাল সিরাজ, দালাল আমির, দালাল মনাসহ তাদের লোকজন বিপুল পরিমাণ টাকার বিনিময়ে খাবার হোটেলসহ বিভিন্ন স্থানে বাসাবাড়িতে তিতাস গ্যাস সংযোগ দিয়েছে। প্রতিটি সংযোগে ৪০ হাজার টাকা করে আদায় করা হয়েছে। ইদানীং যেসব স্থানে সংযোগ দেওয়া হয়েছে, ওই সব স্থানে ফের আরও ৪০ হাজার টাকা করে দাবি করছে দালাল সিরাজ, আমির, মনাসহ তাদের লোকজন। শুক্রবার সকালে মানিক, নান্নুসহ কয়েকজনের বাসাবাড়িতে গিয়ে মাসিক ৩ হাজার টাকা বিল এবং আরও ৪০ হাজার টাকা করে দিতে হবে বলে সাফ জানিয়ে দেন। এলাকাবাসী এর প্রতিবাদ করেন। দালাল চক্র দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবাদকারীদের ওপর হামলা চালায়। এ সময় প্রতিবাকারীদের পক্ষ হয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীও পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের লোকজনের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও উত্তেজনা দেখা দেয়। একপর্যায় দালাল সিরাজ, দালাল আমির ও দালার মনা ও তাদের লোকজন এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর