শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইউরিয়া সার বেশি দামে বিক্রির অভিযোগ

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের বিসিআইসি ডিলার ইমতিয়াজ উদ্দিনের সহযোগী ফরহাদ হোসেন মহিষাশী বাজারে গত কয়েকদিন ধরেই সরকারি বিধি না মেনেই ইউরিয়া সার কৃষকদের মাঝে বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

জানা গেছে, চলতি ইরি মৌসুমি ধামরাইয়ে ইউরিয়া সারের তীব্র সংকট দেখা দেয়। তাই সার কৃষকদের মধ্যে সরকার প্রতি বস্তা ৮০০ টাকা ধরে বিক্রির নির্দেশ দেন। কিন্তু সানোড়া ইউনিয়নের ডিলার ইমতিয়াজ উদ্দিনের সহযোগী ফরহাদ হোসেন সরকারি নিয়ম না মেনেই প্রতি বস্তা সার ৫০ থেকে ১০০ টাকা বেশি দামে করছেন। ফরহাদ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতি বস্তা ইউরিয়া সার ৮৩০ টাকা ধরে বিক্রির কথা স্বীকার করেন। তবে ডিলার ইমতিয়াজ উদ্দিন বেশি দামে সার বিক্রির কথা অস্বীকার করেছেন। উপজেলা কৃষি অফিসার লুত্ফর রহমান শিকদার জানান, প্রতি বস্তা ইউরিয়া সার ৮০০ টাকার ১ টাকাও বেশি বিক্রি করলে ওই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর