রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শীতে কাঁপছে দেশ

প্রতিদিন ডেস্ক

শীতে কাঁপছে দেশ

ঠাণ্ডাজনিত রোগে কুড়িগ্রাম সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত শিশু —বাংলাদেশ প্রতিদিন

মাঘ মাস শুরুর সঙ্গে সঙ্গে সারা দেশে বেড়েছে ঠাণ্ডার তীব্রতা। এর মধ্যে উত্তারঞ্চলের জেলা কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড় এবং দক্ষিণে বরিশালেও জেকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এসব জেলার মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে এবং কর্মস্থলে যেতে না পেরে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন দরিদ্র জনগোষ্ঠি। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

কুড়িগ্রাম : কুড়িগ্রামে শুক্রবার বিকাল থেকে গতকাল সকাল ১০টা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াস। এ জেলায় ঠাণ্ডার প্রভাবে বেড়েছে ডায়রিয়া, সর্দি, কাঁশি ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগ। সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২৯ জন ডায়রিয়ার রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া আউট ডোরে প্রতিদিন গড়ে দেড়শ থেকে দুইশ জন চিকিৎসাসেবা নিচ্ছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহিনুর রহমান জানান, ডাক্তার সংকট থাকায় রোগীদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। দিনাজপুর : বিকালের পর থেকে অতি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না। সন্ধ্যার পর শীতের প্রকোপ বেড়ে যায়। রাত যত গভীর হয় শীত তত বাড়ে। ঘন কুয়াশার কারণে দিনাজপুরে দিনের বেলায়ও যানবাহন হেড লাইড জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, গত তিন দিন ধরে দিনাজপুরে তাপমাত্রা কমতে শুরু করেছে। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড় : পঞ্চগড়ে হিমবায়ুর প্রভাবে সন্ধ্যা থেকেই কুয়াশায় ঢেকে যায় সবকিছু। শীত থেকে রেহাই পেতে কাঠ খড় পুড়িয়ে আগুনের উত্তাপ নিচ্ছেন খেটে খাওয়া মানুষ। কয়েকদিন ধরেই জেলায় সূর্যের দেখা মেলে বেলা ১২টার দিকে। তাই অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। এক বেলা খাবারের থেকে তাদের কাছে এক খণ্ড শীতের কাপড় এখন অনেক বেশি জরুরি। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে মৃদু শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন চলবে। সরকারি উদ্যোগে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বরিশাল : জেলায় গতকাল চলতি মৌসুমের সর্বনিম্ন ৭ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও তাতে শীতের তীব্রতা কমেনি। বস্তি এলাকা, লঞ্চঘাট, বাস টার্মিনালসহ নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম বিপাকে। আরো ২-৩ দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর