রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর

------- ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর

এবি তাজুল ইসলাম

ঘরে ঘরে এখন বিদ্যুতের আলো। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থানসহ সরকারি সব সেবা ডিজিটালাইজড করায় প্রত্যন্ত গ্রামের মানুষও এর সুফল পাচ্ছেন। মুহূর্তেই মানুষ মৌলিক চাহিদাগুলোর সেবা মোবাইল ফোনের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। ভবিষতে এর পরিধি আরো বাড়বে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দরিকান্দি তাজুল ইসলাম কলেজমাঠে বর্তমান সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে জনসভায় গতকাল মুুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাঞ্ছারামপুরের এমপি ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম (অব.) এ কথা বলেন। এ সময় দরিকান্দি কলেজকে ডিগ্রিতে উন্নীত করার ঘোষণা দেন তিনি। দরিকান্দি তাজুল ইসলাম কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন— বাঞ্ছারামপুর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সহসভাপতি আ. আউয়াল, সম্পাদক নুরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সহসভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল প্রমুখ। বক্তব্য রাখেন, জুয়েল আহমেদ, আতাউর রহমান সনেটসহ আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের স্থানীয় নেতারা।

সর্বশেষ খবর