শিরোনাম
সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আ.লীগ নেতার বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগে মামলা

রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক বজলুর রহমান বজলুর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। মামলার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় রূপগঞ্জ সদর এলাকায় সংবাদ সম্মেলন করে স্বজনরা এ দাবি তোলেন।

সংবাদ সম্মেলনে বজলুর রহমান বলেন, গত ইউপি পরিষদ নির্বাচনে কায়েতপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রফিক। আমাকে বানানো হয় প্যানেল চেয়ারম্যান। সেই হিসেবে চেয়ারম্যানের নির্দেশে ইউনিয়নের বিভিন্ন কাজ আমাকে করতে হচ্ছে। জনৈক সিরাজ মিয়া রবিবার সন্ধ্যায় আমাকেসহ আমার লোকজনকে আসামি করে একটি মামলা করেন। যার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বজলুর রহমানের স্ত্রী সেলিনা অভিযোগ করেন, গত শুক্রবার রাতে এক দল লোক আমাদের মেসার্স সুমা ও রুমা এন্টার প্রাইজ নামে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বাড়িঘরে হামলা লুটপাট করে। এরপর উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করে। রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়াও মামলায় উল্লেখ করা অভিযোগ মিথ্যা বলে দাবি করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

সর্বশেষ খবর