মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সিরাজগঞ্জে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে শঙ্কা

সরকারি দুটি বিভাগের দ্বন্দ্ব

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ বাজার স্টেশন নতুন লুপ লাইনের পাশে রেলওয়ের সীমানা প্রাচীর ও গাড়ি পার্কিং শেড নির্মাণে বাধা দেওয়ায় সিরাজগঞ্জ সওজের প্রকৌশলীর বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। এছাড়া সওজের পক্ষ নিয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় শ্রমিকলীগ নেতা আব্দুল আলীম ও সাংবাদিক সেলিমসহ চারজনের বিরুদ্ধে সদর থানায় আরো একটি মামলা করা হয়েছে। সরকারের দুটি বিভাগের মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়ায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জানা যায়, সম্প্রতি সিরাজগঞ্জ-ঢাকা আন্ত:নগর নতুন ট্রেন সার্ভিস চালু করায় নতুন লুপ লাইন তৈরি করা হয়। কিন্তু দুই দফা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় লাইন সোজা করার প্রয়োজন দেখা দেওয়ায় রেল লাইনের পাশে থাকা সওজের পাকা সড়কের ড্রেনের অংশসহ দোকানপাট ভাঙা পড়ে। এরপর রেলওয়ে বিভাগ উচ্ছেদকৃত স্থানে গাড়ি পার্কিং শেড নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ (সওজ) বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের মূলিবাড়ি থেকে জেলা শহর হয়ে নলকা পর্যন্ত প্রস্তাবিত চারলেন প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে দাবি করে ওয়াল ও শেড নির্মাণে বাধা দেয়। সরকারি কাজে বাধার অভিযোগে স্থানীয় রেল বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশল জুয়েল মিয়া সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল ও উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ার পারভেজের বিরুদ্ধে রেলওয়ে থানায় লিখিত অভিযোগ দেন। এতে বলা হয়, সওজের ড্রেন ও রাস্তাটি রেল বিভাগের জায়গায়। লুপ লাইনের পাশে গাড়ি পার্কিংয়ের শেড নির্মাণের জন্য সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করায় সওজের লোক স্থানীয়দের নিয়ে বাধা দিয়েছে। এছাড়া শ্রমিকলীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে সদর থানায় আরো একটি মামলা করা হয়। সিরাজগঞ্জ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী আশরাফ উদ্দিন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাধা উপেক্ষা করে আবারো কাজ শুরু হয়েছে। নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘ফোর লেনের কাজ করতে সমস্যা হবে বিধায় বাধা দেওয়া হয়েছিল। কিন্তু তারা মানছেন না। জিডির বিষয়টি আমার জানা নেই।’ সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ওসি কায়কোবাদ জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর সেটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। সদর থানায় হওয়া আরেকটি মামলার কপি আমরা পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর