মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাগেরহাটে বাসচাপায় একই পরিবারের চারজন নিহত

প্রতিদিন ডেস্ক

বাগেরহাটে বাসচাপায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ছাড়া লালমনিরহাটে দুই স্কুলছাত্র, বরিশালে দুই নারী ও গাজীপুরে ইজতেমার এক মুসুল্লি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর— বাগেরহাটে যাত্রীবাহী বাসচাপায় চার ভ্যান আরোহী নিহত হয়েছেন। তারা একই পরিবারের সদস্য। গতকাল সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোল্লাহাটের কোদালিয়া এলাকার ইয়াসিন শেখের ছেলে ভ্যানচালক আজাদ শেখ (৫০), তার স্ত্রী শিখা বেগম (৪০), তাদের দুই নাতনি রাজু (১৩) ও তামান্না (৮)। আহতরা হলেন চিংড়ি ঘের ব্যবসায়ী হাসিবুর রহমান (২৯) ও রনি (১০)। আহতদের ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কমফোর্ট পরিবহন নামে ঘাতক বাস ও এর চালক জহুরুল হক বেলাকে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে আটক করেছে। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। লালমনিরহাট : হাতিবান্ধা উপজেলায় ট্রলি-ইজিবাইক সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ইজিবাইকের আরও চার যাত্রী। নিহতরা হলেন উপজেলার সিঙ্গিমারী গ্রামের আবদুস ছালামের ছেলে নয়ন হোসেন (৯)  ও একই এলাকার ফরিদ হোসেনের  ছেলে মিজানুর (৮)। তারা দুজনই সিঙ্গিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। গতকাল  সকাল ১০টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের হাতীবান্ধা উপজেলার আরডিআরএস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত অপর ৪ স্কুল ছাত্রকে  আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল : বরিশাল-বাবুগঞ্জ-মুলাদী সড়কের বাবুগঞ্জ উপজেলার বকুলতলা এলাকায় ট্রাক ও মাহেন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষে দুই নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতরা হলেন— উপজেলার কেদারপুর গ্রামের মো. বাদশার স্ত্রী শাহানাজ বেগম এবং বাহেরচর গ্রামের মধু মোল্লার স্ত্রী কাঞ্চন বালা নিহত হয়। গাজীপুর : টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে বাড়ি ফেরার পথে সোমবার বাসের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। তার নাম মো. বাইতুল্লাহ (২৩)। তিনি রংপুরের পীরগাছা থানার শিবদেবচর এলাকার আবু বকরের ছেলে।

সর্বশেষ খবর