মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাদীকে ক্রসফায়ারের হুমকির অভিযোগ ওসির বিরুদ্ধে

ঝিনাইদহ প্রতিনিধি

হরিণাকুণ্ডু থানার ওসি মাহাতাব উদ্দিনের বিরুদ্ধে মামলার বাদীকে ক্রসফায়ারের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন সন্তানহারা এক বাবা। জেলা প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলন ডেকে এ অভিযোগ করেন হরিণাকুণ্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামের শিশু জুবায়ের হত্যা মামলার বাদী মধু সর্দার। সংবাদ সম্মেলনে মধু বলেন, পূর্বশত্রুতার জেরে নিত্যানন্দপুর গ্রামের আতিয়ার সর্দার ও তার সহযোগীরা গত ৩ নভেম্বর আমার চার বছরের ছেলে জুবায়েরকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করে। ৬ নভেম্বর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আমি থানায় মামলা দিতে গেলে পুলিশ নিতে অস্বীকার করে। পরে আদালতে ১১ জনকে আসামি করে মামলা করি। মামলাটি এজাহার হিসেবে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য হরিণাকুণ্ডু থানার ওসিকে নির্দেশ দেন আদালত। এ নির্দেশের পরও ওসি মাহাতাব উদ্দিন মধু ও তার পরিবারকে বিভিন্ন সময় মামলা তুলে নিতে হুমকি দেন। ক্রসফায়ারে তাকে হত্যার ভয়ও দেখান। মধু সর্দার আরো অভিযোগ করেন, ওসির ছত্রছায়ায় আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে হত্যার হুমকি দিচ্ছে। হুমকির বিষয়ে থানায় জিডি করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। সংবাদ সম্মেলনে মধুর স্বজনরা উপস্থিত ছিলেন। থানার ওসি মাহাতাব উদ্দীন বলেন, মধু সর্দারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

সর্বশেষ খবর