মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

‘নো বিসিএস, নো ক্যাডার’

প্রতিদিন ডেস্ক

‘নো বিসিএস, নো ক্যাডার’ এই দাবিতে গতকাল সারা দেশে র‌্যালি ও মতবিনিময় সভা করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকরা। পাশাপাশি তারা প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে জাতীয়করণকৃত কলেজের শিক্ষকদের ক্যাডারবহির্ভূত রেখে নিয়োগ, জ্যেষ্ঠতা, পদোন্নতি, পরিচালনা ও চাকরির জন্য স্বতন্ত্র বিধিমালা প্রণয়নের দাবি জানান। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— খুলনা : খুলনা প্রেসক্লাবে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খান আহমেদুল কবির, শংকর কুমার মল্লিক, শামছুর রহমান প্রমুখ। তারা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের স্বার্থ ও মর্যাদা সুরক্ষার দাবি জানান। রংপুর : নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক দিলিপ কুমার। উপস্থিত ছিলেন আমজাদ হোসেন, শাহজাহান নাছির প্রমুখ। বক্তারা বলেন জাতীয়করণ করা শিক্ষকদের ক্যাডারভুক্ত করলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের বেশিরভাগ শিক্ষক জ্যেষ্ঠতা হারাবেন। বরিশাল : প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আক্তারুজ্জামান খান বলেন, ক্যাডার সার্ভিস হতে হলে অবশ্যই পিএসসির সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে হবে। এ সময় অধ্যাপক স্বপন কুমার, সরদার আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া : প্রেসক্লাবে মতবিনিময় সভায় প্রফেসর মো. হানিফের সভাপতিত্বে বক্তৃতা করেন এএসএম শফিকুল্লাহ, আবদুর রাজ্জাক মীর, আবদুস সোহবান। টাঙ্গাইল : জেলার বিভিন্ন সরকারি কলেজের শিক্ষরা র‌্যালি শেষে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলন করে। লিখিত বক্তব্য পাঠ করেন মুহাম্মদ আজাদ খান। বক্তব্য রাখেন— রেজাউল করিম, হিমাংশু কুমার প্রমুখ। জামালপুর : জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জাতীয়করণকৃত শিক্ষকদের ক্যাডারভুক্ত করা হলে প্রকৃত ক্যাডাররা বঞ্চনার শিকার হবেন। বক্তৃতা করেন বিলকিস রাবেয়া, মনোয়ার হুসেন। বরগুনা : বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন— শাহ আলম, শুকদেব বাড়ৈ প্রমুখ। নীলফামারী : নীলফামারী সরকারি কলেজের শিক্ষক পরিষদ কক্ষে আমির আলী আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন জাহেদুল ইসলাম। বক্তব্য রাখেন, ওবায়দুল আনোয়ার, আব্দুর রাজ্জাক, বাবুল হোসেন প্রমুখ। দিনাজপুর : জেলায় অধ্যাপক মোজাহারুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন— অসিম কুমার, তৌহিদুল ইসলাম, একেএম আব্দুল্লাহ। নোয়াখালী : নোয়াখালী প্রেসক্লাবে মতবিনিময় সভায় এএসএম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লোকমান ভূঁঞা, হুমায়ুন কবির, মাহবুবুর রহমান। পটুয়াখালী : সকালে প্রেসক্লাব মিলনায়তনে পটুয়াখালী সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষকরা মতবিনিময় সভায় অংশ নেন। সভাপতিত্ব করেন প্রফেসর জাফর আহমেদ। ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সরকারি কলেজ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, গোলাম কিবরিয়া, মফিজউদ্দিন মোল্লা, আব্দুল জলিল প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর