মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে বিভাগীয় সমাবেশ

ময়মনসিংহ প্রতিনিধি

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করছেন বৃহত্তর ময়মনসিংহের বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা। নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গতকালে এ সমাবেশে ছয় জেলার প্রায় ১০ হাজার  শিক্ষক অংশ নেন। বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আবু বক্কর ছিদ্দিক প্রধান অতিথির বক্তৃতা করেন। বিশেষ অতিথি ছিলেন— সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম, সহ-সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া, মীর মো. আশরাফ হোসেন, আলী আজগর হাওলাদার প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষক-কর্মচারীদের শতকরা পাঁচভাগ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ ন্যায়সঙ্গত দাবিসমূহ বাস্তবায়ন করতে হবে। সমাবেশ শেষে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষক নেতারা।

সর্বশেষ খবর