মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক পলক

গজারি বনে অজ্ঞাত যুবকের লাশ

গাজীপুরের গজারি বন থেকে সোমবার দুপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩২ বছর।

লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তার গলায় মাফলার বাঁধা ছিল এবং পরনের নেভি ব্লু প্যান্ট ও চেক ফুল হাতা শার্ট এবং শার্টের নিচে লাল রংয়ের টি-শার্ট রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় মালফার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ওই যুবকের লাশ গজারি বনে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। —গাজীপুর প্রতিনিধি

ভাঙন রোধে মানববন্ধন

ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে ও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সেখানকার বাসিন্দারা। সোমবার দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বলদমারা নামক স্থানে নদের তীরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক এমপি জাকির হোসেনসহ নদ ভাঙন প্রতিরোধ বাস্তবায়ন কমিটির নেতারা। বক্তারা বলেন, প্রতি বছর ব্রহ্মপুত্রের ভাঙনের কবলে পড়ে মানুষ নিঃস্ব হচ্ছে। প্রতিকারে কার্যকরী পদক্ষেপ দাবি করেন তারা।—কুড়িগ্রাম প্রতিনিধি

চার সেতুর নির্মাণ কাজ বন্ধ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন চারটি ব্রিজের কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সদর উপজেলা প্রকৌশলী মামুন বিশ্বাস জানান, আমরা শিডিউল অনুসারে কাজ বুঝে নেব। কাজে ঠিকাদার কোনো রকম ফাঁকি দিতে পারবে না।

—মাদারীপুর প্রতিনিধি

পুকুরে ডুবে বৃদ্ধ ও শিশুর মৃত্যু

রাজশাহীতে পানিতে ডুবে বৃদ্ধ ও শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুর্গাপুর ও মোহনপুর উপজেলায় এ ঘটনা ঘটে। জানা যায়, দুর্গাপুরের ভাঙ্গীরপাড়া গ্রামে পুকুরে ডুবে আফসার আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। মোহনপুরে রিমন নামের তিন বছরের শিশু পানিতে ডুবে মারা গেছে।

—নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর