বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার ভুয়া কার্ডে ৫ লাখ টাকা আত্মসাৎ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার ভুয়া কার্ড করে দিয়ে পাঁচ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে একটি জালিয়াত চক্র। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের প্রায় তিনশ প্রতিবন্ধী ও বয়স্ক মানুষের হাতে এ কার্ড তুলে দিয়ে অর্থ হাতিয়ে নেয় চক্রটি। দৌলতপুর উপজেলা সদরে ব্যাংকে গতকাল টাকা তুলতে গেলে ভুয়া কার্ডের বিষয়টি ধরা পড়ে। ভাতা তুলতে না পেরে এসব দরিদ্র মানুষের অনেকে কান্নায় ভেঙে পড়েন।

ভুক্তভোগীরা জানান, ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর আবেদের ঘাট এলাকার আনিসুর রহমান আনিস এবং রিপন প্রতিবন্ধী ও বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে ৩০০ অসহায় নারী-পুরুষের কাছ থেকে পাঁচ লক্ষাধিক টাকা নেন। পরে তাদের কার্ডও সরবরাহ করা হয়। ফিলিপনগর গ্রামের মর্জিনা খাতুন (৬৫) জানান, আনিস তার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে বয়স্ক ভাতার কার্ড করে দিয়েছে (হিসাব নং ০২৭০০৭৪৬১ ও কার্ড নং ৯৩২০/১)। তিনি মঙ্গলবার ওই কার্ড নিয়ে ব্যাংকে গেলে সেখানকার কর্মকর্তারা কার্ডটি ভুয়া বলে শনাক্ত করেন। একই অভিযোগ করেন, আবুল হোসেন নামে এক বৃদ্ধ। তিনি জানান, রিপন তিন হাজার টাকার বিনিময়ে তাকে কার্ড করে দিয়েছেন (নং ৯১৬৪/১ এবং ব্যাংক হিসাব নং ০২৭০০৭৪৬১)। একই দিন তিনিও ব্যাংকে ভাতার টাকা তুলতে গিয়ে জানতে পারেন কার্ডটি ভুয়া। দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকফাত আরা কবিরাজ জলি জানান, ফিলিপনগর ইউনিয়নের প্রায় ৩০০ অসহায় মানুষকে ঠকিয়ে একটি চক্র পাঁচ লাখের বেশি টাকা হাতিয়ে নিয়েছে। উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন জানান, এর সঙ্গে সমাজসেবা অফিসের কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা উচিৎ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ আহমেদ বলেন, ‘ভুয়া কার্ডের বিষয়ে আমিও জেনেছি। এ কার্ডের সঙ্গে সমাজসেবা অফিসের কার্ডের মিল নেই। কোনো একটি চক্র ভুয়া কার্ড তৈরি করে অসহায় মানুষগুলোর কাছে সরবরাহ করেছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, তদন্ত করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর