বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কাপড়ের হাটে অগ্নিকাণ্ড ২ কোটি টাকার ক্ষতি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল সদর উপজেলার ঐতিহ্যবাহী করটিয়া কাপড়ের হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় দুই শতাধিক কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল সকাল ৯টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। করটিয়া হাট কমিটির সাধারণ সম্পাদক শাজাহান আনসারি জানান, প্রায় দুই/আড়াই কোটি টাকার কাপড় পুড়ে গেছে বলে অনুমান করা হচ্ছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মনির হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণের জন্য পার্শ্ববতী মির্জাপুর ও বাসাইল উপজেলা ফায়ার সার্ভিসসহ ৬টি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট বা কয়েলের আগুন থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

সর্বশেষ খবর