বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চেয়ারম্যান আঁখি ফের রিমান্ডে

নাসিরনগরে আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার হরিপুরের আওয়ামী লীগ দলীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের বিচারিক আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড প্রার্থনা করে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ জানায়, উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন দেবের বাড়িতে আগুন দেওয়ার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। নাসিরনগর ঘটনার পর হিন্দু বাড়িতে সিরিজ আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ মামলা নিয়ে আঁখিকে দ্বিতীয় দফা রিমান্ডে নেওয়া হলো। পুলিশ জানায়, তার বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। ৫ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে দত্তবাড়ির মন্দির ভাঙচুর মামলায়ও গ্রেফতার দেখানো হয়। এ মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। নাসিরনগর থানার এসআই মো. ইশতিয়াক আহমেদ জানান, প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। গতকাল দুপুরে বিচারক শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, ৩০ অক্টোবর নাসিরনগরে হিন্দু বাড়ি-ঘর ও মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আটটি মামলা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১০৭ জনকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর