বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

উখিয়ায় অগ্নিকাণ্ডে ২৮ দোকান ও বসতঘর পুড়ে ছাই, নিহত ১

খুলনা মাদারগঞ্জে পাটের কারখানা গুদামে আগুন

প্রতিদিন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে ১৪টি দোকান ও ১৪টি কলোনি বাসা এবং টেকনাফে বাজারের আট দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া খুলনায় পাটের কারখানা ও জামালপুরের মাদারগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কক্সবাজারের উখিয়া উপজেলার বাণিজ্যিক রাজধানীখ্যাত কোটবাজারের দক্ষিণ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি দোকান এবং ১৪টি কলোনি বাসা সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে বাসার ভিতরে অবস্থানরত মৃত আবদু ছবিরের বাক প্রতিবন্ধী কন্যা জুবেদা খাতুনের (৩৫) মৃত্যু হয়। গতকাল ভোর রাতে এই ঘটনাটি ঘটে। স্থানীয় রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও ক্ষতির পরিমাণ কোটি টাকা বলে জানা গেছে । এদিকে টেকনাফ সদর ইউনিয়নের বটতলী তুলাতুলী বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। খুলনা : নগরীর আড়ংঘাটায় সেলিম জুট ট্রেডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে কারখানার পাট ও পাটের ছাঁটাইকৃত বিপুল পরিমাণ মালামালসহ আশপাশের ৭টি বসতঘর। মাদারগঞ্জ : জামালপুরের মাদারগঞ্জ মডেল থানা মোড়ে মেসার্স সোমা ট্রেডার্স নামে এক পাট গুদামে অগ্নিকাণ্ডে ১ হাজার মণ পাটসহ ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে মেলান্দহ উপজেলার ফায়ার সার্ভিস ইউনিট ঘটনা স্থলে আসে।

সর্বশেষ খবর