বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জমি বিরোধে পাল্টাপাল্টি মামলা, লুটপাট

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনায় ময়মনসিংহের ৪নং আমলি আদালতে মামলা দায়ের হয়েছে। এর আগে অপর পক্ষ থানায় মামলা করলে আসামিরা গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়ানোর সুযোগে বাদী পক্ষের লোকজন আসামিদের বাড়ি-ঘরে হামলা-ভাঙচুর করে লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, উপজেলার সদর ইউনিয়নের শর্শী গ্রামের মাহতাব উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল প্রতিবেশী কডু মোড়লের। ১১ জানুয়ারি এই বিরোধে দুই পক্ষের সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের কমপক্ষে প্রায় ১০ জন আহত হন। আহতদের মধ্যে মতিন মাস্টারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং মানিক ও বাবুলকে ঈশ্বরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরদিন মাহতাব পক্ষের লোকজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করে মতিনের ছেলে সেলিম মিয়া। একই ঘটনায় আদালতে মামলা করেছে মাহতাবের ছেলে বিল্লাল হোসেন।

ভুক্তভোগীরা জানান, মামলা দায়েরের পর আসামি পক্ষের লোকজন গ্রেফতার এড়াতে গাঁ ঢাকা দিলে কডু মোড়লের লোকজন মাহতাব উদ্দিনের বাড়ি-ঘরে হামলা-ভাঙচুর করে ব্যাপক লুটপাট চালিয়েছে। মাহতাবের ছেলে মনসুর জানান, মতিন মাস্টারকে কডু মোড়লের লোকজন খুন করার উদ্দেশ্যে মাথায় কোপ দিয়ে আমাদের ফাঁসানোর ষড়যন্ত্র করেছিল। এখন তারা মতিন মাস্টারের চিকিত্সায় অবহেলা করেছে। এমনকি বিরোধপূর্ণ জমি গ্রাস করার জন্য এসব ঘটনার নেপথ্যে কলকাঠি নাড়ছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। তবে মতিন মাস্টারের ছেলে শামীম জানান, জমি বিরোধে আমার বাবাকে প্রতিপক্ষের লোকজন কুপিয়েছে। ওসি বদরুল আলম খান থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর