বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঠাণ্ডাজনিত অসুখ বাড়ছে চাঁপাইয়ে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়াসহ ঠাণ্ডাজনিত অসুখে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। সবচয়ে বেশি অক্রান্ত হচ্ছে শিশুরা। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের বারান্দায় শুয়ে চিকিত্সা নিচ্ছেন অনেকে। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিত্সকরা।

সদর উপজেলার বারোঘরিয়া গ্রামের মৌসুমী জানান, তার দেড় বছরের ছেলে ইস্রাফিল তিনদিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়। এরপর থেকে সদর হাসপাতালে চিকিত্সাধীন। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আইরিন জানান, তার ছয় মাসের ছেলে অরিদ ডায়রিয়ায় আক্রান্ত হলে হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ বেনজির আহমেদ জানান, গত চারদিনে ডায়রিয়ায় আক্রান্ত ৮৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অনেককে প্রাথমিক চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে শিশু সংখ্যা বেশি। ঠাণ্ডার কারণে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পেলেও এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান তিনি।

সর্বশেষ খবর