বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নবজাতক চুরির অভিযোগের প্রতিবাদ বিএমএর

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে চিকিত্সকের বিরুদ্ধে করা নবজাতক চুরির মামলার প্রতিবাদে গতকাল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখা সংবাদ সম্মেলন করেছে। কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএমএ নেতারা দাবি করেন নবজাতক চুরির অভিযোগ সত্য নয়। অস্ত্রোপচারের আগে করা প্রসূতির আল্ট্রাসনোগ্রাম রিপোর্টটি ভুল ছিল। এ সময় তারা ভুল রিপোর্ট প্রদানকারী চিকিত্সকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল ওয়াহাব বাদল। উপস্থিত ছিলেন— ডা. দীন মোহাম্মদ, নৌশাদ খান, আব্দুল হাই প্রমুখ। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর কিশোরগঞ্জের একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে অস্ত্রোপচারের মাধ্যমে শামীমা আক্তার নামে এক প্রসূতির একটি শিশুর জন্ম হয়। এর আগে একই স্বাস্থ্যকেন্দ্রে আল্ট্রাসনোগ্রামে তার পেটে যমজ শিশু রয়েছে বলে রিপোর্ট দেওয়া হয়েছিল। এ ব্যাপারে শামীমা নবজাতক চুরির দায়ে অস্ত্রোপচারকারী ডাক্তার তৌহিদুর রহমান জয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

সর্বশেষ খবর