শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় নিহত ৮

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় আটজন নিহত হয়েছেন। এর মধ্যে কুষ্টিয়া, চাঁদপুরে দুজন করে এবং বরিশাল, চুয়াডাঙ্গা, পটুয়াখালীর কলাপাড়া ও কক্সবাজারের চকরিয়ায় মারা গেছেন একজন করে। সিরাজগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছেন ২২ যাত্রী। প্রতিনিধিদের পাঠানো খবর— কুষ্টিয়া : ভেড়ামারার বারোমাইলে ট্রাকের ধাক্কায় বুধবার রাতে অটোরিকশার দুই যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন— কুষ্টিয়া শহরের বড় বাজার চৈতন্য পল্লীর বিজয় ও মাসুম। চাঁদপুর : মতলব দক্ষিণ উপজেলার ঢাকিরগাঁওয়ে বুধবার দিবাগত রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হামিদ ফকির ও আরোহী হৃদয় নিহত হয়েছেন। হামিদ ঢাকিরগাঁও এলাকার বাসিন্দা এবং রাতুল একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন— শান্ত ও রাতুল নামে আরো দুজন। বরিশাল : বরিশাল-ঝালকাঠী সড়কে গতকাল মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত এবং মোটরসাইকেল আরোহী পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর কালিজীরা বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। আহত গোয়েন্দা পুলিশের এসআই জসিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চুয়াডাঙ্গা : আলমডাঙ্গার আটকপাট নামক স্থানে গতকাল ট্রাক্টর উল্টে চালক আব্দুল আলিম নিহত হয়েছেন। তিনি দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুরের খোরশেদ আলমের ছেলে। কলাপাড়া : পটুয়াখালীর কলাপাড়ায় মাহেন্দ্রর ধাক্কায় মারা গেছেন মোতালেব নামে এক বৃদ্ধ। তার বাড়ি উপজেলার নীলগঞ্জ গ্রামে। চকরিয়া : কক্সবাজারের চকরিয়া-মহেশখালী সড়কে গতকাল টেক্সি ও ম্যাজিক গাড়ির সংঘর্ষে মামুন নামে এক গরু ব্যবসায়ী নিহত ও টেক্সি চালকসহ চারজন আহত হয়েছেন। মামুন চট্টগ্রামের বোয়ালখালীর নোয়াব আলীর ছেলে।

সর্বশেষ খবর