শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আমিরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ চরমপন্থি সংগঠন গণবাহিনীর নেতা ছিলেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের সদর উপজেলার আলামপুরে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম জানিয়েছেন, আলামপুরে মহাসড়কে ডাকাতির জন্য একদল ডাকাত অবস্থান নিয়েছে— এমন সংবাদের ভিত্তিতে আলামপুর ক্যাম্প পুলিশ ও ডিবি পুলিশের ফোর্স ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ৩০ মিনিট গুলিবিনিময়ের পর ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, নিহত ওই ব্যক্তি চরমপন্থি নেতা কসাই সিরাজের ছোট ভাই আমিরুল ইসলাম। ওসির দাবি, আমিরুল আন্তজেলা ডাকাত দলের সদস্যও ছিলেন। ঘটনাস্থল থেকে এলজি, কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আমিরুলের বাড়ি মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে।

সর্বশেষ খবর