শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক পলক

সিরাজগঞ্জ ছাত্রলীগের কর্মিসভা

আগামী ২৪ জানুয়ারি ঢাকায় ছাত্রলীগের পুনর্মিলনী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের উদ্যোগে কর্মিসভা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল, সহ-সম্পাদক রুহুল আমিন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক একরামুল হক। —সিরাজগঞ্জ প্রতিনিধি

স্কুলের ১৩ ল্যাপটপ চুরি

নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকায় বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালা ভেঙে ১৩টি ল্যাপটপ, একটি প্রিন্টার ও একটি স্ক্যানারসহ প্রায় ১০ লাখ টাকার মাল চুরি হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে স্কুলের প্রধান শিক্ষকসহ স্কুলের শিক্ষক ও কর্মচারীরা বিদ্যালয়ে এসে চুরি যাওয়ার বিষয়টি বুঝতে পারেন। প্রধান শিক্ষক তোফায়েল হোসেন জানান, প্রায় ১০ লাখ টাকার মাল চুরি হয়ে গেছে। সদর থানার ওসি আসাদুজ্জামান  জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দ্রুত যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

—নারায়ণগঞ্জ প্রতিনিধি

শিক্ষকদের বিক্ষোভ

ঝালকাঠিতে শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা সভাপতি মুহম্মদ শামছুল হক। বক্তব্য রাখেন মুজাম্মেল হোসেন, লুত্ফর রহমান, পরিতোষ কুমার রায়, আবদুল বারেক, আনিসুর রহমান পলাশ, আকসেদ আলী খন্দকার, তরিকুল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে জেলার চার উপজেলার তিন শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।

—ঝালকাঠি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর