শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অবৈধ স্থাপনা নিয়ে মুখোমুখি জেলা প্রশাসন-লিজগ্রহীতা

পাবনা প্রতিনিধি

পাবনায় ‘শেখ রাসেল শিশুপার্ক’র মধ্যে একটি অবৈধ স্থাপনা নিয়ে মুখোমুখি অবস্থানে জেলা প্রশাসন ও লিজগ্রহীতা। লিজ নেওয়ার ১৭ বছরেও টাকা পরিশোধ না করার অভিযোগে এবং পার্কের উন্নয়ন ও শোভাবর্ধনের কার্যক্রম হিসেবে জেলা প্রশাসন গত বুধবার ওই অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করে। কিন্তু সন্ত্রাসীদের বাধার মুখে অভিযান শেষ না করেই সাময়িক স্থগিত করা হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিসি রেখা রানী বালো। তিনি অভিযোগ করেন, ১৯৯৯ সালে এক বছরের জন্য লিজ নিয়ে পার্কের মধ্যে গড়ে তোলা হয় ‘পিংক বেরী হোটেল’। দীর্ঘদিন লিজের টাকা পরিশোধ না করায় মালিককে একাধিকবার তার মালামাল ও স্থাপনা সরিয়ে নিতে মৌখিক ও লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়। বার বার নির্দেশ অমান্য করায় গত বুধবার বিধি মোতাবেক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বাধার মুখে পড়ে। সংবাদ সম্মেলনে বেগম মাকসুদা সিদ্দিকা, সালমা খাতুন, মোস্তাক আহমেদ, রুহুল আমিন উপস্থিত ছিলেন। একই দিন পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন লিজগ্রহীতা আব্দুল কাদের জিলানী (বাচ্চু)। তিনি বলেন, ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি লিজের টাকা পরিশোধ করেছেন। বাকি সময়ের টাকা পরিশোধ করতে গেলে ডিসি কার্যালয় থেকে তাকে জানানো হয়, শেখ রাসেল শিশুপার্ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা পরিষদকে। তিনি জেলা পরিষদে টাকা জমা দিতে গিয়েও ব্যর্থ হয়েছেন। কাদের অভিযোগ করেন, তিনি মাল ও স্থাপনা সরিয়ে নিতে ছয় মাস সময় চেয়েছিলেন। কিন্তু জেলা প্রশাসন সেই সময় দেয়নি।

সর্বশেষ খবর