শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ফরিদপুরে ১২ বসতঘর বামনায় ১৭ দোকান পুড়ে ছাই

ফরিদপুর ও বরগুনা প্রতিনিধি

ফরিদপুরে ১২ বসতঘর ও বরগুনার বামনায় ১৭টি দোকান পুড়ে গেছে। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের মধুফকিরের ডাঙ্গী গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন তিনটি পরিবারের ১২টি বসতঘর আগুনে পুড়ে গেছে। গতকাল সকাল ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোবান পালের স্ত্রী সখিনা সকালে রান্না ঘরে আগুন ধরিয়ে পিপড়া মারতে গেলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান মো. ইয়াকুব আলী ক্ষতিগ্রস্তদের সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) পারভেজ চৌধুরী ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে নগদ দুই হাজার টাকা, কম্বল ও চাল, ডাল প্রদানের ব্যবস্থা করেন। এদিকে বরগুনার বামনায় আগুনে পুড়ে গেছে ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল ভোররাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার খোলপটুয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে খোলপটুয়া বাজারের আবজাল হোসেনের জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মঠবাড়ীয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবদুল হক জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর