শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মুক্তিযোদ্ধার জমির উপর দিয়ে সড়ক নির্মাণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ছোট খাটামারি গ্রামে প্রবাসী এক মুক্তিযোদ্ধার আবাদি জমির মাঝখান দিয়ে অবৈধভাবে সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ব্যাপারে জমির মালিক স্থানীয় থানায় অভিযোগপত্র দাখিল করলেও রাস্তা তৈরির কাজ বন্ধ হয়নি।

জানা যায়, ছোট খাটামারি গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক অস্ট্রেলিয়া প্রবাসী। দেশে তার বসতবাড়ি ও জমি দেখাশোনা করেন হায়দার আলী নামে এক ব্যক্তি। বসতবাড়ি ঘেঁষে রাজ্জাকের রয়েছে এক দাগে প্রায় ১০ বিঘা আবাদি জমি। এর উত্তর দিকে কিছু জমিতে অন্যের বাস। তাদের চলাচলের জন্য সড়ক থাকা সত্ত্বেও ১০ বিঘা জমির মাঝখান দিয়ে বিনা অনুমতিতে সড়ক বানিয়ে দেওয়া হচ্ছে। দেখাশুনার দায়িত্বে থাকা হায়দারসহ অনেকে বাধা দিলেও চেয়ারম্যান শুনছেন না। ভুরুঙ্গামারী থানার ওসি সড়ক নির্মাণ না করার ব্যাপারে অভিযোগপত্র পাওয়ার কথা স্বীকার করে বলেন— যেখানে চেয়ারম্যান উদ্যোক্তা হয়ে সড়কটি নির্মাণ করছেন সেখানে আমাদের কি বলার আছে। এ ব্যাপারে চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান।

সর্বশেষ খবর