শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দিনাজপুর শহরে ওষুধের দোকানে ধর্মঘট

দিনাজপুর প্রতিনিধি

ওষুধের দোকানদার এবং ক্লিনিককে জরিমানার ঘটনায় দিনাজপুরের ড্রাগ সুপারকে বদলি, অর্থ ফেরতসহ চার দফা দাবিতে শহরে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছেন ওষুধ ব্যবসায়ী ও দোকান মালিকরা। বৃহস্পতিবার শহরে দুটি ওষুধের দোকান ও দুটি ক্লিনিকে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে চার লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। প্রতিবাদে দিনাজপুর ড্রাগিস্ট অ্যান্ড ক্যামিস্ট অ্যাসোসিয়েশনের ডাকে ওই দিন সন্ধ্যা থেকে ধর্মঘট শুররু করেন ব্যবসায়ীরা। এতে রোগীসহ স্বজনরা পড়েছেন বিপাকে।

ড্রাগিস্ট অ্যান্ড ক্যামিস্ট অ্যাসোসিয়েশনের অফিস সম্পাদক বিনোদ সরকার জানান, বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছেন জেলা প্রশাসকের কাছে। দাবি পূরণ না হলে শহরের পাশাপাশি ১৩ উপজেলার সব ওষুধের দোকান ধর্মঘটে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা। চার দফার অন্য দুটি দাবি হল— সুনির্দিষ্ট ওষুধ রাখার তালিকা প্রতিটি ফার্মেসিতে দিতে হবে এবং চিকিৎসকের প্রেসক্রিপশন দেওয়া ফুড সাবলিমেন্ট্রি সাপ্লাই বন্ধ করা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর