শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আদমদীঘিতে খাস পুকুর দখল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার ডালম্বা গ্রামের কয়েক প্রভাবশালী সরকারি খাস পুকুর ভরাট করে দখল করে নিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় ভূমি অফিস কিছুই বলছে না। জানা গেছে, আদমদীঘি উপজেলার ডালম্বা মৌজার খাস খতিয়ানভুক্ত ২৯৭ দাগের চাপরাগাড়ী নামক ৩৪ শতক পুকুরটি কয়েক প্রভাবশালী ব্যক্তি অবৈধ ও বেআইনিভাবে ভরাট করে ভোগদখল করে আসছেন। এ ব্যাপারে ২০১৫ সালে তদন্ত করে অবৈধ দখলদারদের নোটিস দেওয়া হলেও দখলদাররা কেউ দখল ছেড়ে দেননি। এমনকি পরবর্তীতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ভূমি অফিসের পক্ষ থেকে। এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এমদাদুল হকের সঙ্গে কথা বললে তিনি অবৈধ দখলের কথা স্বীকার করে বলেন, যেহেতু পুকুরটি ভরাট হয়ে গেছে, তাই এখন পুকুরের পরিবর্তন করে সরকারিভাবে পত্তন দেওয়া যেতে পারে। তবে অবশ্যই অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর